প্রায় ৯ বছর পর ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে ফিরলেন ফিদেল এডওয়ার্ডস। ৩৯ বছর বয়সী ক্যারিবীয় পেসার আগামী ৪ মার্চ শুরু ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজের একাদশে সুযোগ পেলেও অবশ্য কোনো রেকর্ড-টেকর্ডের মালিক হতে পারছেন না। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার রেকর্ডে ৯ বছর যে কোনো সময়ই নয়!

সবচেয়ে লম্বা সময়ের বিরতি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার রেকর্ড জর্জ গানের। ইংলিশ ব্যাটসম্যান যে সময়ে খেলতেন সেই সময়ে অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট বলতে ছিল শুধুই টেস্ট ক্রিকেট। ১৫ টেস্টের ক্যারিয়ারের প্রথম ১১টি ম্যাচ খেলার পর ১৭ বছরের বিরতি পড়েছিল গানের টেস্ট ক্যারিয়ারে। তাতে প্রথম বিশ্বযুদ্ধের যেমন দায় আছে তেমনি আছে গানের ফর্মেরও। ১৯৩০ সালে গান যখন ইংল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে সুযোগ পান, তাঁর বয়স পেরিয়ে গেছে ৫০। ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড সফরের জন্য ইংল্যান্ড একই সময়ে দুটি দল ঘোষণা করাতেই অবশ্য সুযোগ মিলেছিল গানের। ১৭ বছর ৩১৬ দিন পর টেস্ট খেলা গান ওই সফরে চার টেস্টে ৩৪.৫০ গড়ে ২৭৬ রান করলেও জাতীয় দলে আর সুযোগ